গলায় কলা আটকে হাসপাতালে পরীমণি



 জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে আজ রাতে  রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, বাসায় রাতের খাবার খেয়ে কলা খেতে গিয়ে গলায় কলা আটকে গেলে তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন।

পরীমণির পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নিজের ফ্ল্যাটে একা ছিলেন। তখনই একটি কলা খাওয়ার সময় হঠাৎ করেই সেটি তাঁর গলায় আটকে যায়। শ্বাস নিতে কষ্ট হওয়ায় তিনি দ্রুত ফোনে বাসার গৃহপরিচারিকাকে ডাকেন। পরীমণির শারীরিক অবস্থা খারাপ দেখে তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।


হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, পরীমণি হাসপাতালে পৌঁছানোর পরই জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয়। তাঁকে অক্সিজেন দেওয়া হয় এবং বিশেষ একটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে গলায় আটকে থাকা কলার অংশ বের করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, কয়েক মিনিটের দেরি হলেই পরীমণির অবস্থা আরও সংকটাপন্ন হতে পারত।


এ ঘটনায় পরীমণির ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিতে দেখা যায় অনেককে।


হাসপাতাল সূত্র জানিয়েছে, আপাতত পরীমণি শঙ্কামুক্ত আছেন, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনার পর তিনি ভক্তদের উদ্দেশে মজা করে বলেছেন, "এবার থেকে কলা খাওয়ার আগে দু'বার ভাববো!"



Post a Comment

নবীনতর পূর্বতন