Top News

বিপিএলে ঝড়ো ইনিংসের পর শাহরুখের কল পেলেন নুরুল হাসান সোহান


 


বরিশালের বিপক্ষে বিপিএলে এক অসাধারণ ঝড়ো ইনিংস খেলে আলোচনায় আসেন নুরুল হাসান সোহান। ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র 7 বলে 32 রানের বিস্ফোরক ইনিংস, যেখানে ছিল 3 টি ছক্কা ও 3 টি চারের ঝলক। তার এই পারফরম্যান্স চোখ এড়ায়নি বলিউড কিং শাহরুখ খানের, যিনি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক।

ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোহানের ফোনে আসে একটি অপ্রত্যাশিত কল। লাইন থেকে ভেসে আসে পরিচিত এক কণ্ঠ, “হ্যালো, আমি শাহরুখ খান বলছি। তোমার ইনিংসটা দেখলাম। ফ্যান্টাস্টিক! আমরা তোমাকে কেকেআরে দেখতে চাই।”

এই ফোন কলের পর ক্রিকেট মহলে শুরু হয়েছে গুঞ্জন, সোহানকে কেকেআরের স্কাউটরা ইতোমধ্যেই আইপিএলের জন্য পর্যবেক্ষণে রেখেছে। ধারণা করা হচ্ছে, ২০২৫ আইপিএল নিলামে কেকেআর তাকে দলে ভেড়াতে বড় অঙ্কের বাজি ধরতে পারে।

সোহান নিজেও এই প্রস্তাব নিয়ে বেশ উত্তেজিত। সাংবাদিকদের তিনি বলেন, “শাহরুখ স্যারের ফোন পাওয়াটা স্বপ্নের মতো। কেকেআরের হয়ে খেলার সুযোগ পেলে এটা হবে আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।”

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরাও সোহানের সম্ভাব্য আইপিএল যাত্রা নিয়ে উচ্ছ্বসিত। অনেকে বলছেন, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর সোহান হতে পারেন, যিনি আইপিএলে কেকেআরের হয়ে মাঠ মাতাবেন।

কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, শাহরুখের ফোন ইতোমধ্যেই ইঙ্গিত দিচ্ছে যে সোহানের সামনে আইপিএলে খেলার দুয়ার খুলতে যাচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন