Top News

সৌদি আরব গিয়ে শ'য়'তা'ন'কে ঢিল মারলেন শামিম ওসমান


 নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়েছেন। সেখানে তিনি হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা, শয়তানকে পাথর নিক্ষেপ (রামি জেমারাত) সম্পন্ন করেছেন।


শয়তানকে পাথর নিক্ষেপ করা হজের একটি আবশ্যিক অংশ, যা মিনার জেমারাত ব্রিজ এলাকায় সম্পন্ন হয়। এটি মূলত শয়তানের প্রতি প্রতীকী ঘৃণা এবং মনের পাপমুক্তির জন্য একটি প্রতীকী কর্ম।


শামীম ওসমান হজের অন্যান্য কার্যক্রমের মতো এই আনুষ্ঠানিকতাও যথাযথভাবে সম্পন্ন করেছেন। হজ পালন শেষে তিনি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন।


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন