সম্প্রতি সেন্টার ফর সোসাইটি অ্যান্ড কালচারাল রিসার্চ (সিসি) একটি গবেষণায় দাবি করেছে যে, ফেসবুক ব্যবহারকারী নারীরা পারিবারিক জীবনে "ভালো স্ত্রী" হতে অক্ষম। গবেষণার এই বিতর্কিত দাবি সমাজে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারী নারীরা অতিরিক্ত সামাজিক যোগাযোগ এবং ভার্চুয়াল জগতে সময় ব্যয় করায় পরিবার ও সম্পর্কের প্রতি পর্যাপ্ত মনোযোগ দিতে ব্যর্থ হন। গবেষকরা দাবি করেছেন, ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা সামাজিক প্রত্যাশা ও ভার্চুয়াল প্রতিযোগিতা অনেক সময় পারিবারিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
গবেষণার পদ্ধতি
সিসি গবেষণা প্রতিষ্ঠানটি ১,০০০ বিবাহিত দম্পতির ওপর জরিপ চালায়। তাদের মধ্যে ৬৫% নারী ছিলেন নিয়মিত ফেসবুক ব্যবহারকারী। গবেষণায় দেখা গেছে, যারা ফেসবুকে প্রতিদিন গড়ে ২ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন, তাদের মধ্যে দাম্পত্য জীবনে সন্তুষ্টির হার তুলনামূলকভাবে কম।
গবেষণার অন্যতম প্রধান গবেষক ড. মাহিনুর রহমান বলেছেন, "ফেসবুক একটি কার্যকর যোগাযোগের মাধ্যম হলেও এটি পরিবারকে অবহেলার ঝুঁকি তৈরি করতে পারে। অধিকাংশ নারী তাদের স্বামীর চেয়ে ফেসবুকে বেশি সময় ব্যয় করেন, যা দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি করতে পারে।
ভালোবাসা রইল,https://shorturl.at/J9UGJ
উত্তরমুছুনRight
উত্তরমুছুনRight
উত্তরমুছুনগবেষণায় আরও কিছু জিনিস জন্য বা দেখা উচিৎ বলে মনে করি।প্রথমত ভালো স্ত্রী এর সংজ্ঞা টা গবেষকদের কাছে আসলে কী? আর যেসব পুরুষরা ব্যস্ততার নামে পরিবার কী বা বিশেষ করে স্ত্রী কী সময় কম দেন তাঁরাই সোশাল মিডিয়ায় সময় বেশি দেন।
উত্তরমুছুনআর আজকাল অনেক নারীই ফেসবুক কে নিজের ঘরে বসে বিজনেস প্লাটফর্ম বানিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে ফেসবুক যত বেশি সময় দেয়া যায় পরিবারের এ তো বৃদ্ধি পায়। সেক্ষেত্রে যদি পুরুষদের কমপ্লেইন না থাকে তাহলে বিনোদনের ক্ষেত্রে কেনো গ্রহণযোগ্য হবে।
হুম,,, তবে ইসলামী জীবন যাপন করলে এমন হবে না ইনশাআল্লাহ
উত্তরমুছুনঠিক
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন