এবার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে আইন সংশোধনের ঘোষণা দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।
এরআগে, চলতি বছরের মার্চে আসামে মাদ্রাসা বন্ধের বিতর্কিত নির্দেশনা জারি করা হলেও গত পাচ নভেম্বর সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করে।
বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা পায় ২৫ হাজার মাদ্রাসা। মুসলিম বিদ্বেষের এই ধারাবাহিকতায় গরুর মাংস খাওয়ায় বিধিনিষেধ আরোপের বিষয়ে বুধবার (৪ ডিসেম্বর) জরুরি বৈঠক করে রাজ্য সরকারের মন্ত্রিসভা।
ওই বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এখন থেকে রাজ্যের কোনো হোটেল, রেস্তোরাঁ, কোনো অনুষ্ঠান আর জনবহুল স্থানে গরুর গোশত পরিবেশন করা যাবে না। গোহত্যা বন্ধ করতে তিন বছর আগে এই আইন প্রণয়নের সুফল পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী।
একটি মন্তব্য পোস্ট করুন