ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে একের পর এক ফোন পাচ্ছেন বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে। বিশ্বের নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ করে হোয়াইট হাউসের অফিসে একটি বিদেশি নাম্বার থেকে ফোন আসে।
প্রেসিডেন্ট ট্রাম্প ফোনটি ধরেন এবং দেখতে পান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নাম্বার। তার নিরাপত্তা ও পরামর্শদাতা দল ফোনের আগে তাকে বাংলাদেশের সাম্প্রতিক কিছু খবরে আপডেট দেয়। তখন ট্রাম্প রসিকভাবে বলেন, “হাসিনা কে? আর ওনার ছেলে কি না জানি পালিয়েছে! কই, তাকে খুঁজে তো পাইনি!” এমন ব্যঙ্গাত্মক কথার পরে, কিছুটা বিরক্ত হয়ে তিনি ফোনটি গ্রহণ না করেই ব্লক করে দেন।
এরপর তার টিমের কেউ বলেন, "স্যার, এটা কেবল অভিনন্দনের ফোন ছিল, হয়তো সরাসরি কোনো কাজের কথা না।" উত্তরে ট্রাম্প বলেন, "যে তার নিজের দেশে সমস্যায় আছে, তার সঙ্গে কী করেই বা কাজ করব!"
এভাবেই হাসিনার ফোন পৌঁছাল না ট্রাম্পের কাছে, আর এই হাস্যকর ভুল বোঝাবুঝি দারুণ আলোচনার বিষয় হয়ে উঠে বিশ্বমিডিয়াতে।
ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে কল দিলেন হাসিনা, নাম্বার দেখেই ব্লক করে দিলেন ট্রাম্প:
Tahsan Mahmud
0
একটি মন্তব্য পোস্ট করুন