প্রেমিক পাঠালেন কম্বো উপহার, ব্রা নিয়ে মা মেয়ের কাড়াকাড়ি:

গতকাল বিকেলে মিথি বেশ উত্তেজনা নিয়ে প্রেমিকের পাঠানো উপহারের বাক্স খুলতে বসে। তার চোখ ঝলমল করে ওঠে—বাক্সে সাজানো আছে একের পর এক পছন্দের জিনিস, যেন মনের মতো করে প্রতিটি জিনিস বেছে পাঠানো হয়েছে। পারফিউম, লিপস্টিক, চুলের ক্লিপ আর একটি সুন্দর রঙিন ব্রা। মিথি যখন সেটি হাতে নিয়ে প্রশংসা করতে থাকে, ঠিক তখনই তার মা পাশে এসে দাঁড়িয়ে তাকিয়ে বলেন, "এটা তো বেশ সুন্দর! আমারও খুব পছন্দ হয়েছে, আমিও এটা পরতে পারি!" মায়ের মুখে এমন কথা শুনে মিথি প্রথমে হাসতে শুরু করলেও, ধীরে ধীরে বুঝতে পারে মা সত্যি কথাই বলছেন। এদিকে মা সেই ব্রাটি হাতে নিয়ে পরীক্ষা করতে শুরু করলেন। মিথি আপত্তি জানিয়ে সেটি ফেরত নিতে গেলে, মা আর মেয়ে দুজনেই সেটি ধরে টানাটানি করতে থাকেন। কিছুতেই কেউ ছাড়তে চায় না। অবশেষে, মায়ের শক্ত টানে হঠাৎ করেই ব্রাটি ছিঁড়ে যায় আর মিথির হাত কেটে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন