মানজুর আল মতিন সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি বিনা পারিশ্রমিকে সমকামীদের পক্ষে আইনি লড়াই করবেন। এ ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর বিরুদ্ধে প্রবল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দেশের অনেক মানুষ এই উদ্যোগকে প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছেন।
সমকামীতার বিষয়ে বাংলাদেশে প্রচলিত সামাজিক ও সাংস্কৃতিক প্রতিক্রিয়াগুলি অত্যন্ত কঠোর। অনেকের মতে, মতিন সাহেবের এই উদ্যোগ দেশের নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে এবং এটি সমাজের মূলধারার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাঁরা মনে করেন, এ ধরনের পদক্ষেপ দেশকে বিভক্ত করবে এবং ঐতিহ্যবাহী মূল্যবোধের অবক্ষয় ঘটাবে।
অন্যদিকে, সমকামী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি মতিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাঁদের মতে, সমাজে বৈষম্য এবং অবিচার দূর করতে এই ধরনের আইনি লড়াই অপরিহার্য। তাঁরা আশা করছেন, এই পদক্ষেপ সমকামীদের অধিকারের স্বীকৃতি আদায়ের পথকে সুগম করবে।
বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে মতিনের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ এবং সমালোচনা বাড়ছে। এতে করে সমাজে এক নতুন বিতর্কের জন্ম নিয়েছে, যা আগামী দিনে সমকামী অধিকার এবং আইনগত সুরক্ষা বিষয়ে আরও আলোচনা ও বিতর্কের সূচনা করতে পারে।
বিনা পারিশ্রমিকে সমকামীদের পক্ষে আইনি ভাবে লড়বেন মানজুর আল মতিন
Tahsan Mahmud
11
বাংলার জমিনে সমকামিতার আইন পাশ করতে দেওয়া হবে না কখনোই না ইনশাআল্লাহ।
উত্তরমুছুনইনশাল্লাহ কখনোই না
মুছুনসমকামীতাকেই কো ভাবেই প্রশ্রয় দেয়া যাবে না!! এটা একটা কবিরাহ গুনাহ।যে এই বিক্রিত রুচিকে সহায়তা করবে সেই কাফের সসম্প্রদায়ভুক্ত হবে।কোন সন্দেহ নাই।
উত্তরমুছুনঅতি সত্তর সাইজ হবে এই সমকামীরা
উত্তরমুছুনমতিন সাহেব নিজের সম্মান নিজেই নষ্ট করছে সমকামিতাকে প্রোমট করে।
উত্তরমুছুনসুখে থাকতে ভূতে কিলায়ছে মতিন মিয়াকে
উত্তরমুছুনব্যর্থ তার পিতা মাতা , তাদের শিক্ষা ও ব্যর্থ সন্তান কে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে আজ এই দিন দেখা লাগতো না
উত্তরমুছুনএ দেশে ৯২% মুসলমান অথচ এর একাংশ লূত (আঃ) এর জাতির মত পাপাচারের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন সাথে মতিন মিয়াদের মত লোকদের কে ও ।
উত্তরমুছুনআস্তাগফিরুল্লা
উত্তরমুছুনএটা কোন মতেই বাংলার জমিনে কাম্য নয়এটা হলো এমিরিকান প্রোডাক্ট 😡🤬
উত্তরমুছুনএটা মুসলিম রাষ্ট্র
উত্তরমুছুনসমকামী তার মতে ঘৃন্য নিকৃষ্ট কাজকে যারা প্রমোট করতে চায় তাদের কঠিনতম শাস্তির ব্যবস্হা করা হোক
একটি মন্তব্য পোস্ট করুন