গার্লফ্রেন্ডকে ভুস্কি বলায় রাগে অন্য ছেলেকে বিয়ে করলেন তরুণী



 

যশোরের একটি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিচয় হন নিরব খান সানভি এবং তারই সহপাঠী সুমাইয়া। 

এক পর্যায়ে তাদের পরিচিত প্রেম ভালোবাসায় গড়ালে বেশ ভালোই দিন কাটে তাদের। 

বাসায় লোকজন না থাকলে বয়ফ্রেন্ড কে বাসায় ডেকে এনে মেকআপের কাজ সহ বিভিন্ন কাজে ব্যবহার করতেন তরুণী। 


এরই মাঝে মজার ছলে গার্লফ্রেন্ডকে ভুস্কি বললে বেশ চটে যান গার্লফ্রেন্ড সুমাইয়া। 

রাগ অভিমানে সাত দিন কোনো প্রকার যোগাযোগ করেন না তিনি৷ 

অষ্টম দিনে বয়ফ্রেন্ড নিরবকে ভিডিও কল দিয়ে বিয়ের কথা জানান তিনি৷ 

এবং ভিডিও কলে বেশ কান্না করেন তিনি। 


নিরবের সাথে কথা বলে আমরা জানতে পারি, তিনি প্রথমে মজা ভেবে ছিলেন৷ 

কিন্তু আজ রোজ সোমবার তার গার্লফ্রেন্ডের নতুন জায়গায় বিয়ে হয়ে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন