প্রেমিক মন না বুঝায়, হৃদয়ের ছবি তুলে প্রেমিকের বাপের কাছে বিচার দিলো তরুণী


 

প্রথম প্রথম প্রেম জিনিসটা অসাধারণ মনে হলেও ধীরে ধীরে এর রেশ কমতে থাকে, 

চাওয়া পাওয়া কমতে থাকে, 

ছোট খাটো কথার অমিল হতে থাকে, গাইবান্ধার মেয়ে অনিকার প্রেমের জীবনেও এমন অমিলতা দেখা দিলে সে ভীষণ ডিপ্রেশনে ভোগে, 

প্রেমিক সোহেল হোসেনকে প্রায় বলতেন, তুমি আমাকে বুঝো না, 

বুঝার চেষ্টা করো না। 

প্রেমিক সোহেল তার এ-কথা এড়িয়ে গেলে, অনিকা সোহেলের বাবার কাছে নালিশ করেন। 

সোহেলের বাবা সিসিকে জানান, 

তার ছেলের প্রেমিকা তাকে হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়ে বলেন, আপনার ছেলে এ-হৃদয়ের প্রেম বুঝলো না। 

এবং কল দিয়ে কান্নাকাটি করেন।


প্রতিবেদক: তাহসান মাহমুদ 


Post a Comment

নবীনতর পূর্বতন