সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় বিনোদন মূলক প্লাটফর্ম হচ্ছে টিকটক। হাজার হাজার মানুষ এই প্লাটফর্মে পারফর্ম করেই হয়েছে সেলিব্রিটি কিংবা অভিনেতা। এরকমই একজন টিকটক সেলিব্রিটি হচ্ছেন খোদার খাসি ওমরসোনা।
বর্তমানে টিকটককে ব্যান করার ঘোষণা দিয়েছে সরকার। এতেই ক্ষেপেছেন হালের জনপ্রিয় টিকটকার ওনরসোনা।কিছুদিন ধরেই নিজের বৌও ও সহজাতীয় খাসিদের সাথে সমসাময়িক বিষয়ের উপর বিপুল পরিমাণ টিকটক ভিডিও বানিয়েছেন তিনি।টিকটক বন্ধের ভয়েতে তা পোষ্ট দিতে পারেননি।
এদিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে খোদার খাসী জানান,'টিকটক বন্ধ হলে তার মৌলিক খাদ্য (ঘাস)খাওয়াই ছেড়ে দিবেন। প্রয়োজনে সহজাতীয় খাশিদের সাথে শিংয়ে শিং মিলিয়ে মাঠে-ঘাটে টিকটকের পক্ষে আন্দোলনে ভয়ঙ্কর খাসির ডাক দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে খোদার খাসী!
সিসি প্রতিনিধি; ওয়ালিদ হাসান
একটি মন্তব্য পোস্ট করুন