ঢাকাইয়া সিনেমার নামকরা ফ্লপ অভিনেত্রী সৃতি পরীমণি, বেশ কিছু দিন আগে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ আরো অনেক'কে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় থানা হাজতে দৌড়িয়েছেন পরীমণি, শুরু থেকেই তার নাটক বুঝে গিয়ে ছিলেন দেশের মানুষ তাই তখনও হয়ে ছিলেন ট্রলের শিকার, তারই রেশ কাটতে না কাটতেই আজ বিকেল সাড়ে তিনটায় তার বাসায় অভিযান চালায় মুখোশ হীন রঙ বেরঙের শার্ট পরিধান করা আইনের লোক, সাথে সাথেই ফেইসবুকে লাইভে এসে পরী জানান তার বাসায় ডাকাত হামলা করা হয়েছে, নিজেকে বাঁচাতে বনানী থানায় কল করলেও আধা ঘণ্টায় তার বাসায় পৌঁছেনি আইনের লোকজন, তার বাসাতে আসা লোকজন আইনের পরিচয় দেওয়ার পরও দরজা খুলতে অস্বীকার করেন পরীমণি, এক সময় দরজা ভেঙ্গেই তাদের ভীতরে প্রবেশ করতে হয়, লাইভ রেকর্ড বন্ধ করতে বললে তিনি একটু ঘাবড়ে গেলেও একটু পর লাইভটি বন্ধ করে দেওয়া হয়!
সিসি প্রতিনিধি; তাহসান মাহমুদ, পরীমণির খাটের তলা থেকে!
একটি মন্তব্য পোস্ট করুন