অন্ধকারে ইউরোপের পথ হারিয়ে নোয়াখালী পৌঁছে গেলো কুমিল্লাবাসী


 স্বপ্ন টা আকাশ ছোঁয়া, গন্তব্য বহুদূর, কতো দূর? আনুমানিক দশ হাজার কিলোমিটার, মানুষ রাতে ঘুমায় দেশে স্বপ্নে জাগ্রত হয় ইউরোপে, জন্মভূমির মায়া ত্যাগ করে হলেও দূরে কোথায় গিয়ে সুখ খুঁজতে পিছুপা হয়না, আবার দূরে চলে গেলেও জন্মভূমির মায়া কাটিয়ে উঠতে পারেনা, এক অদৃশ্য শক্তি যেনো আঁকড়ে ধরে থাকে,

সাম্প্রতিক, কুমিল্লার কিছু মানুষ ইউরোপের লন্ডনের জন্য রাষ্ট্রীয় ভাবে আবেদন করলে করোনার কারণে তা বাতিল করে দেন, পরে তারা দালালের সাহায্য নিয়ে বাধ্য হয়, গতকাল রাতে চোরাই পথে ইউরোপের উদ্দেশ্যে ড্রামে করে রওয়ানা হন তারা, অন্ধকারে পথ হারিয়ে পৌঁছে যান ভিন গ্রহে নোয়াখালীতে, 

নোয়াখালীর মানুষ জন তাদের চিনে ফেললে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে দেন!

সিসি প্রতিনিধি; তাহসান মাহমুদ, নোয়াখালী!    

Post a Comment

নবীনতর পূর্বতন