আজ ২৯ শে জুলাই বৃহস্পতিবার বিশ্ব বাঘ দিবস, পৃথিবী জুড়েই বাঘের দেশ হিসাবে বেশ পরিচিত আমাদের বাংলাদেশ, সুন্দরবনের কারিগর দেশি রয়েল বেঙ্গল টাইগার, যে বাঘ আমাদের না থাকলে ডায়নোসরের মতোই সুন্দরবন বিলুপ্ত হতো আরো কয়েক যুগ আগেই, বাংলাদেশে বাঘ দিবস নিয়ে তেমন আলোচনা না হলেও সুন্দরবন আশেপাশের মানুষজন বাঘের প্রতি পরম যত্নশীল,
আজ সকালে বাংলাদেশি বাঘ দিয়ে বিশ্ব বাঘ দিবস পালন করেন বিড়ালের ঘনবসতি দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ান সরকার নরেন্দ্র মোদির সাথে কথা বললে তিনি জানান, বাঘ বাংলাদেশি হোক বা বিদেশি বাঘ পৃথিবীর সম্পদ, বাঘ বাঁচাতে আমাদের সবাইকে বাঘের প্রতি যত্নশীল হতে হবে!
সিসি প্রতিনিধি; তাহসান মাহমুদ, বিড়ালের দেশ ইন্ডিয়া!
একটি মন্তব্য পোস্ট করুন