কোমড় বাঁকিয়ে ভ্যাক্সিন নিতে প্রস্তুত জয়া আহসান


 চলচ্চিত্র জগতে নিজেকে উজাড় করে দেওয়ায় এখনো নিজের সংসার গুছাতে পারেনি অভিনেত্রী জয়া আহসান, বিভিন্ন সাক্ষাৎকারে জানান আপাততঃ তার সংসার নিয়ে মোটেও চিন্তা ভাবনা নেই, ৪৭ বছর বয়সেও ক্যারিয়ার নিয়ে চিন্তিত তিনি, তবে গত দেড় দুই বছর দরে মরণব্যাধি করোনা নিয়েও বেশ চিন্তিত থাকেন, সামাজিক দুরত্ব বজায় রেখে নিয়মিত করে যাচ্ছেন অভিনয়, করোনার কারণে বলিউড সুপারস্টার ইমরান হাসমির সাথে সব ধরনের শুটিং বন্ধ রাখেন তিনি, 

দেশব্যাপী চলছে ত্রিশ টাকায় করোনার টিকা, টিকা নিয়ে কোমড় বাঁকিয়ে প্রস্তুত জয়া আহসান, টিকা নেওয়ার পরই স্বাস্থ্যবিধি মেনে আবারও শুটিংয়ে ফিরবেন বলে জানান তিনি!


সিসি প্রতিনিধি ; তাহসান মাহমুদ   

Post a Comment

নবীনতর পূর্বতন