অতীতে আমরা অনেক দেখেছি এক জনের বায়না করে দশ জনে করায় থানা আদালতে গড়িয়েছেন বহু মামলা, আবার অনেকে লোকলজ্জার ভয়ে কিংবা প্রভাবশালীদের অন্যায়ের বিরুদ্ধেও যেতে পারেনি, রাতেই দিয়েছেন সব ধামাচাপা, প্রায় সবাইকেই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গেলেও বুধবার বিকেলে চলন বিলে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা,
সুমাইয়া (২১) নামের এক মেয়েকে দুই হাজার টাকায় একজনের বায়না করে তিন জনের উপস্থিতিতেও ভয়কে জয় করে আনন্দে হেসে উঠেন, তার হাসিতে যেনো লেখা ছিলো চোদ্দ গুষ্ঠি নিয়ে আয়!
সিসি প্রতিনিধি; তাহসান মাহমুদ, চলন বিল!
একটি মন্তব্য পোস্ট করুন