দুই দিন কান্না করে চোখের পানি ফুরিয়ে ফেলেছি -নদী


 ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন ফারজানা আলভিরা নদী, ফটোগ্রাফি সহ টিকটক লাইকি ফেইসবুকে লাইভে তুমুল আলোচনা সমালোচনা সৃষ্টি করেন ফারজানা আলভিরা নদী, ২০২০-২১ তাকে ঘীরে ছিলো যতো ধরনের জল্পনা কল্পনা ভক্তদের আনন্দ উল্লাস, 

সবাইকে আনন্দ উল্লাসে মাতিয়ে রেখে নিজেও ছিলেন বেশ আনন্দে, তার এই আনন্দ চিরস্থায়ী হলো না, চোখের পলকেই যেনো মেঘে ঢেকে গেলো তার আকাশ, বৃষ্টি হয়ে ঝরছে তার চোখে, বিশ তারিখ রাতে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বাবার অকাল মৃত্যুতে বড়সড় ধাক্কা খান নদী এবং তার পরিবার, লাইভে এসে তার ইমোশন শেয়ার করলে অনেকে চোখের জল কোথায় জিগ্যেস করলে নদী জানান গত দুইদিনের কান্নায় চোখের জল ফুরিয়ে গেছে!

Post a Comment

নবীনতর পূর্বতন