বই মেলায় চটিবই না পেয়ে মন খারাপ পরীমনির

পাঠ একজন মানুষকে পরিপূর্ণ করে। বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। বই পড়ে একাকী এবং অবসর সময় কাটিয়ে দেয়া যায় নির্মল আনন্দে। তবে দিনদিন সাহিত্যের মোড়কে ছাপানো হচ্ছে অশ্লীলতার এবং চটি গল্প। হাতে কাজ না থাকায় অবসর সময় বই পড়ে কাটাচ্ছেন দেশের অন্যতম অভিনেত্রী পরীমনি। বউ পড়া এবং নতুন বইয়ের খোঁজে বই মেলায় দেখা গিয়েছে বেশ কয়েকবার। বই মেলায় নিজের পছন্দের বই না পেয়ে হতাশা প্রকাশও করেছেন পরীমনি। বইয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বই মেলায় চটিবই না পেয়ে আমার মন অনেকটাই খারাপ। তিনি আরো বলেন ভক্তদের চাহিদা অনুযায়ী চটি বইয়ের সংখ্যা অনেকটাই কম। তাই চটি লেখকদের উৎসাহিত করার আহবান জানান পরীমনি। প্রতিবেদক:ফাহিম মাহবুব

Post a Comment

নবীনতর পূর্বতন