অনন্ত জলিলের সিনেমায় মেথরের চরিত্রে অভিনয় করবেন কান হেলাল


 ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার অন্তত জলিলের নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন একসময়ের জনপ্রিয় ফেসবুক সেলিব্রিটি কান হেলাল, এই সিনেমায় তাকে একটি মেথরের চরিত্রে দেখা যাবে, এবং সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে প্রথম বারের মত আসছেন কান হেলাল,  এ প্রসঙ্গে সিসির সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুপারস্টার অন্তত জলিল বলেনঃ- এই প্রথম বার একজন ফেসবুক সেলিব্রিটি নিয়ে কাজ করছি এটা আমার জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার,  কান হেলালকে আমার সিনেমায় যুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সিনেমায় প্রচুর অর্থ ব্যয় করেও দর্শক পাচ্ছি না ফেসবুক সেলিব্রিটি নিয়ে কাজ করলে কিছু হলেও আমার সিনেমার দর্শক বাড়ার সম্ভবনা রয়েছে।  কান হেলালের সাথে মেথর চরিত্রটা খুব ভালো মানাবে,  আপনারা জানেন যে আমার গত সিনেমার জন্য হিরো আলমকে নিতে চেয়েও নিতে পারিনি যার কারণে সিনেমায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এবারের সিনেমায় আর আমরা লসের সম্মুখীন হতে চাই না! 


প্রতিবেদকঃ রানা পারভেজ 

Post a Comment

নবীনতর পূর্বতন