দীর্ঘ সাত বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে এবার বিয়ের পিরিতে বসলেন ১৪ বছর বয়সী প্রেমিক প্রেমিকা, এমন চাঞ্চল্যের ঘটনা ঘটে গেলো গাজীপুরের কাপাসিয়ায়, খুব অল্প বয়সেই আজকাল প্রেমের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে কিশোর কিশোরীরা, সিসির এক তদন্তে জানা গেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাব্বির নামের এই কিশোর পাশের গ্রামের নার্গিসের সাথে প্রাইমারি থেকেই একে অপরকে ভালোবাসতেন, দীর্ঘ সাত বছর পর করোনা কালীন দীর্ঘ ছুটি কাজে লাগাতেই প্রেমের অবসান ঘটিয়ে বিয়ের পিরিতে বসছেন তারা, বিয়ের সময় সাব্বির এবং নার্সিসের উভয়েরই বয়স হয়েছিল ১৪ বছর, প্রথমে নার্গিসের বাবা বিয়েতে আপত্তি করলেও পরবর্তীতে স্কুল কলেজ খোলার নিশ্চয়তা না পেয়েই বিয়েতে রাজি হন তিনি,
এ প্রসঙ্গে নার্গিসের বাবা সিসির সাংবাদিকদের বলেন - " মেয়ে প্রেম করছে শুনে প্রথমে রাগ হয়েছিলাম তারপর চিন্তা করলাম স্কুল কলেজ তো এখন আর খুলছে না এদিকে প্রতিদিন মেয়ের মোবাইলে এমবি কিনে দিতে দিতে আমিও প্রায় ফকির হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম বিয়ে দিয়ে এই বিপদ থেকে রক্ষা পাই "
প্রেম আসলে বয়স দেখে হয় না |
প্রতিবেদক; রানা পারভেজ
একটি মন্তব্য পোস্ট করুন