বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির হোসাইন, যদিও তিনি এখনো অবসরে যান নি পারফরম্যান্স ভালো না থাকায় দীর্ঘদিন যাবত দলের বাহিরেই আছেন নাসির, পারফরম্যান্স ভালো থাকলে ও পাপন যতোদিন আছে ততোদিন সুযোগ নেই এটাও সবার জানা!
দুই দিন আগে আশিটা সিম কার্ড ডাস্টবিনে ফেলে দিয়ে চিরদিনের জন্য একাশি নাম্বার সিম টি মোবাইলে প্রবেশ করান নাসির -মানে বিয়ের পিঁড়িতে বসেন, দেশের মানুষ তার অতীত ভুলে গিয়ে বিয়ের জন্য শুভেচ্ছা জানান, আজ দুপুরে জানা যায় নাসিরের বউয়ের স্বামী আছে মানে সে বিবাহিতা এখনো ডিভোর্স হয়নি, এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাসিঠাট্টা, ক্ষিপ্ত হয়ে নাসির জানান -চাইলে খেয়ে ছেড়ে দিতে পারতাম, বিয়ে করে রেখে খাওয়া টাই কি আমার অপরাধ হয়ে গেসে ?
প্রতিবেদকঃ তাহসান মাহমুদ
একটি মন্তব্য পোস্ট করুন