শীতের মাঝামাঝি সময়ে চারদিক হলুদ রূপে সেজে ওঠে, ছেলে-মেয়ে উভয়ের বেশ আগ্রহ থাকে সরিষা ক্ষেতে গিয়ে হলুদে নিজেকে বিলিয়ে দিয়ে মুহুর্ত টা ক্যামেরা বন্দী করতে! মানিকগঞ্জে সরিষা ক্ষেতে গিয়ে ছবি তুলে সরিষা নষ্ট করার সময় ক্ষেতের মালিক শেফালী বেগম তা দেখে ফেলে জুতাপিটা করেন একদল মেয়েকে, এবং পরবর্তীতে সরিষা ক্ষেতে দেখা গেলে জয়নাল কে দিয়ে সরিষা ক্ষেতে ফালিয়ে শায়েস্তা করার হুমকি দেন!
সিসি প্রতিনিধিঃ তাহসান মাহমুদ, সরিষা ক্ষেত, মানিকগঞ্জ!
একটি মন্তব্য পোস্ট করুন