মৌসুমের আগেই পেকে গেলো জয়ার গাছের আম


 দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, বয়স সাতচল্লিশ পাড় হয়ে গেলেও এখনো পর্দার বাহিরে বিয়ের পিঁড়িতে বসা হয়ে উঠেনি তার, এনিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যের শিকার হন জয়া, ছোটলোকদের কথায় কান না দিয়ে ভক্তদের দিয়ে যাচ্ছে একের পর এক হিট সিনেমা, অন্যন্য মানুষের মতো জয়ারও ইচ্ছে নিজের বাগান গড়ে তুলা যেখানে থাকবে ফুল ফলের বিভিন্ন গাছ, এবং সেটি ক্ষুদ্র করে তিনি তার বাসার ছাদে কয়েক ধরণের গাছ রেখেছেন যার মাঝে রয়েছে আম,শসা,লেবু ইত্যাদি ইত্যাদি গাছ, মৌসুমের আগেই আম গাছে একটি আম ধরে তা পেকেও গেলে আজ আম পেড়ে নিজের ফেইসবুকে শেয়ার করেন জয়া!


প্রতিবেদকঃ তাহসান মাহমুদ!

Post a Comment

নবীনতর পূর্বতন