বিড়ি খেতে নিষেধ করায় নির্মম ভাবে বউ পিটিয়ে আটক স্বামী রাকিব হোসেন


 পান আর সিগারেটের মধ্যে পার্থক্য সামান্যই, পানের চুন-তামাক মুখগহ্বরের ক্ষতি করতে করতে পাকস্থলীতে পৌঁছায় আর সিগারেটের ধোঁয়াও মুখগহ্বরের ক্ষতি করতে করতে ফুসফুস শেষ করে দেয়, দুটোই ক্যানসারের কারণ, চিকিৎসকেরা বলেন, পান-তামাক ধূমপানের চেয়েও ক্ষতিকারক, 

ক্ষতি কথা চিন্তা ভাবনা করে স্বামী রাকিব হোসেন কে ধুমপান করতে বারণ করলে নির্মম ভাবে অত্যাচার করে হাসপাতালে পাঠিয়েছেন স্ত্রীকে স্বামী! 

ঘটনা ছড়িয়ে পড়লে আইনের আওতায় আনা হয় স্বামী রাকিব হোসেন কে! 

প্রতিবেদকঃ তাহসান মাহমুদ    

Post a Comment

নবীনতর পূর্বতন