দরজায় শীত আসলে দেব ঠাপ বলে শীত কে তাড়িয়ে দিলো যশোরের আমজাদ


শীত বাংলা সনের পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল । শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ। শীতের শুষ্ক এবং তীব্রতার থেকে রক্ষার জন্য মানুষ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে থাকে। শীত থেকে রক্ষার অন্যতম মাধ্যম হিসেবে আবার অনেকেই বেছে নেই বিয়েকে।

প্রতিবারের মতোই এবারো শীতকাল কেন্দ্র করে শুরু হয়েছে সিসির অন্যতন সংবাদ প্রতিবেদন "শীত তাড়াও খাট কাঁপাও"। এই প্রতিবেদনের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন ভাবে শীত তাড়ানো প্রক্রিয়া দেখা গেলেও এবার চোখে পরলো ভিন্ন এক কায়দা, যশোরের আমজাদ শীতকে দেব ঠাপ বলে তাড়িয়ে দিলো শীতকে। সেসাথে দেশের সবাইকে শীত তাড়ানোর জন্য ঠাপ দিতে বললেন আমজাদ। 


প্রতিবেদক : ফাহিম মাহবুব 

Post a Comment

নবীনতর পূর্বতন