নিতম্ব শরীরের একটা অংশ স্পর্শ হতেই পারে -নোরা ফাতেহি


সম্প্রতি সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে একটি ভিডিও ক্লিপ, ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’র রিয়ালিটি শোয়ের এই ভিডিওতে দেখা যাচ্ছে, শোয়ের তিন বিচারক গীতা, টেরেন্স ও নোরা, মঞ্চের সামনে এসে কারোর উদ্দেশ্যে নমস্কার করছেন।

সেই নমস্কারের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত স্পর্শ করে যায় নোরার নিতম্ব। ভিডিওটি স্লো মোশনে দেখলে মনে হচ্ছে নোরার নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স লুইস। আর এই ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে যায়। পুরোটাই অনিচ্ছাকৃত নাকি ইচ্ছে করেই অভিনেত্রীকে এমন অশ্লীল স্পর্শ ?

এই বিষয়ে নোরা ফাতেহির সাথে কথা বললে তিনি খোলাসা করেই জানান নিতম্ব শরীরের একটা অংশ ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত স্পর্শ হতেই পারে!

প্রতিবেদকঃ তাহসান মাহমুদ 

Post a Comment

নবীনতর পূর্বতন