ফাইভ জি প্রযুক্তির আইফোন কেমন হবে, নতুন কি থাকছে এই ফোনে, তা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় আগ্রহের শেষ ছিলো না। সেই অপেক্ষার অবসান হয়েছে মঙ্গলবার রাতে। প্রথমবারের মতো আই ফোন টুয়েলভ সিরিজ নিয়ে ফাইভ জি দুনিয়ায় পা রাখলো অ্যাপল। চমক আছে প্রসেসর থেকে শুরু করে ডিজাইন, ক্যামেরা আর ছবি তোলার প্রযুক্তিতে। আর ভক্তদের সামর্থ্যের সাথে মিলিয়ে প্রথমবারের মতো একসাথে চারটি আইফোন বাজারে এনেছে অ্যাপল,
বাজারে আইফোন না আসতেই নিজের ডিম বিক্রি করে গার্লফ্রেন্ড কে নতুন চমক গিফ্ট করতে সরাসরি আ্যাপেল থেকে চড়া দামে আইফোন টুয়েলভ কিনে গার্লফ্রেন্ড কে গিফ্ট করেন বরিশালের কুলাঙ্গার রাকিব,
গোপন সূত্রে জানা যায় আইফোন বিক্রি করে প্রাক্তন প্রেমিক ফাহিমের সাথে পালিয়ে গিয়েছেন!
প্রতিবেদকঃ তাহসান মাহমুদ
একটি মন্তব্য পোস্ট করুন