এর কিছুকাল পরেই ২০১৭ সালে তাদের বৈবাহিক জীবনে ভাঙনের শুরু হয়। এবং এরপরই তারা আলাদা হয়ে যান, অর্থাৎ ডিভোর্স হয়ে যায় তাদের। এই ঘটনা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এবং আজও মানুষ তাদের নিয়ে অবসরে আলোচনায় বসেন।
মিথিলাকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন তাহসান খান।এজন্যই তিনি আজও পর্যন্ত অন্য কাউকে মিথিলার যায়গায় বসাতে পারেন নি। তবে অনেকের ধারণা তাহসান শারীরিক ভাবে অক্ষম। এ কারনেই সে আবারো বিয়ে করতে ভয় পাচ্ছেন। অন্যদিকে মিথিলা তাহসানকে ছেলেটা দেয়ার পরেও প্রায় আট-দশজন পুরুষের কাছে ভালোবাসা বিতরণ করেছেন। বর্তমানে সে ওপার বাংলার সরীসৃপ মুখার্জির সাথে সংসার করছেন।
এতোকিছুর পরেও আজকের এই "প্রাক্তনকে ক্ষমা করার দিবস" এ মিথিলাকে মন থেকে ক্ষমা করে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছেন। তাহসানের এই ঘটনায় আবারো প্রমানিত হয় যে, জগতে পুরুষ জাতিই মহান!
প্রতিবেদকঃ আব্দুর রহমান
একটি মন্তব্য পোস্ট করুন