বাংলাদেশের মানুষের কাছে নোবেল নামটি এখন অপরিচিত নয়, যে কিনা ভারতকে মই বানিয়ে সম্মান এবং পরিচিতির শীর্ষে উঠেছে। তবে এই পরিচিতির জোরেই কুরিয়ে নিয়েছে নানান মানুষের সমালোচনা। যাদের গান কভার করে ভাইরাল হয়েছে, তাদেরকে নিয়েই কটুক্তি করছেন নোবেল ম্যান।
পুরো বাংলা জাতীর হৃদয়ের গায়ক জেমস। সেই জেমসকে নিয়েও কটুক্তি করতে দ্বিধাবোধ করেন নি নোবেল ম্যান। তবে গুরু জেমসের জন্মদিনে নোবেল বললেন আরেক কথা, গতকাল এক বার্তায় নোবেল ম্যান বলেন আমার চেয়ে জেমসের দুই লক্ষ একুশ হাজার ফলোয়ার কম।
এবং আমরা তা তদন্ত করে দেখতে পাই আসলেই গুরু জেইমসের থেকে নোবেল ম্যানের ফলোয়ার বেশি ফেইসবুকে!
প্রতিবেদক: ফাহিম মাহবুব
একটি মন্তব্য পোস্ট করুন