নারীর শরীরে তর জন্ম কোন সাহসে কু'নজরে তাকাস ? আশনা হাবিব ভাবনা

 

ধর্ষকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কঠিন হুংকার দেন সময়ের সেরা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন ধর্ষক কখনো মানুষ হতে পারে না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট!  


নারীকে নিজের সম্পত্তি ভাবার সাহস কে দিল তোকে ??

তোদের ধারনা আমরা তোদের জন্যে সাজি ,তোদের দেখাবার জন্যে কাপড় পরি , 

তোর শরীরের বিন্দু বিন্দু রক্ত আমাদের । 

তোর জন্মই নারীর শরীরে ।।। 

সেই শরীরের দিকে কিভাবে ,কোন সাহসে কু নজরে তাকাস ?? 

তোদের জন্যে তো গালি ও আসে না । 

তোরা মানুষ না 

লোকে তোদের পশু বলে ,পশুরা তোদের মত না !!! 

তোরা কারও মত না !

তোরা কেবল ধর্ষক ।।।। 

তোরা  মানুষের রুপধারী এক জঘন্য অমানুষ ।। তোদের মৃত্যু ফাঁসি দিয়ে নয় ।। 

আরো জঘন্য ভাবে হতে হবে। 

এত কঠিন মৃত্যু হবে তোদের যে জীবনে যাতে কোন মেয়ের দিকে তাকানোর আগে একবার ভাববি


—— আশনা হাবিব ভাবনা

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন