পূর্ণিমা দীর্ঘ কয়েক যুগ ধরে এদেশের পুরুষদের অন্তরে জায়গা করে আছেন। তাকে সিনেমা নাটকে তেমন ভাবে দেখা না গেলেও, ফেসবুক এবং টিক টকে প্রতিনিয়ত নিজের সৌন্দর্য তুলে ধরেন তিনি। এবং তার এই সৌন্দর্য দেখে সাধারণ মানুষের পাশাপাশি তার প্রেমে পরেছেন অনেক অভিনেতা। বিয়ে করার সপ্ন দেখেন অনেকেই। এমনকি এই সময়ের আলোচিত অভিনেতা হিরো আলমের ক্রাস পূর্ণিমা!
সিসির সাথে এক ভিডিও বার্তায় আজ সকালে হিরো আলম বলেন, আমি সবসময় সপ্ন দেখতাম আমি অনেক বড় একজন হিরো হবো এবং দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবো। তবে গত রাতে আমি দেখেছি এক ভিন্ন সুখময় সপ্ন। আমি দেখেছি পূর্ণিমাকে আমি বিয়ে করেছি। আমাদের সুন্দর একটি সংসার হয়েছে।
কিন্তু সকালে মূত্র ত্যাগের চাপে ঘুম থেকে উঠে দেখি পাশে কেউ নেই! তখনই বুঝতে পারি যে ওটা একটা সপ্ন ছিলো।
প্রতিবেদক: ফাহিম মাহবুব
একটি মন্তব্য পোস্ট করুন