সমস্ত দোষ স্বীকার করে শাহেদের সাথে কারাগারে থাকতে চান লুপা তালুকদার


কদিন আগের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে ফুচকা খাইয়ে ও ঘোরাঘুরি করিয়ে অপহরণ করা হয়। ওই ঘটনায় লোপা তালুকদার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

অনেকেরই পরিচিত এই লোপা। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে পরিচয় রয়েছে এই লোপা তালুকদারের। এই কারণে অনেকেই লোপাকে রিজেন্ট গ্রুপের সাহেদের লেডি ভার্সন বলেছেন।

মানুষ তাকে শাহেদের লেডি ভার্সন বললেও তাদের মনের সম্পর্কটা হয়তোবা কেউ খেয়াল করে না। তবে নিজের করা সমস্ত দোষ স্বীকার করেছেন লোপা তালুকদার। কিন্তু তার শর্ত হলো কারাগারে যেনো তাকে রিজেন্ট গ্রুপের শাহেদের সাথে থাকতে দেয়া হয়।

প্রতিবেদক: ফাহিম মাহবুব

Post a Comment

নবীনতর পূর্বতন