করোনা চিকিৎসার জালিয়াতির দায় গ্রেফতার হয় ডাঃ সাবরিনা আরিফ চৌধুরী। বুয়া রিপোর্ট ও নানা কুকর্মের জন্য বর্তমানে কারা বন্ধি আছেন ডাঃ সাবরিনা। তার কারাগার বন্ধি জীবনের অভিজ্ঞতা ও কেমন যাচ্ছে তার দিনকাল তা জানতে ঢাকা কারাগারে উপস্থিত হয় সিসির ক্রাইম রিপোর্ট জয়নাল।
কারাগার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দীর্ঘ ৪৫ মিনিটের সাক্ষাৎকারে ডাঃ সাবরিনা তার বন্ধি দশায় কারাগার কর্তৃপক্ষ এর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে। খাদ্য, বস্ত্র ইত্যাদি নানা শারীরিক ব্যবস্থাপনায়ও বিটসহ প্রয়োজনীয় দ্রব্য পাচ্ছে না বলে অভিযোগ করে সাবরিনা। তিনি বলেন, বর্তমানে প্রাকৃতিক নিয়মে আমার পিরিয়ডের সময়কাল যাচ্ছে কিন্তু কারাগার কর্তৃপক্ষ এর জন্য প্রয়োজনীয় কোনো প্রকার প্যাড এখন পর্যন্ত দেয়নি। এতে সেলোয়ার ভেজা জামা নিয়ে আমাকে দিন ও রাত্রি যাপন করতে হচ্ছে।
প্রতিবেদক: আলঙ্গীর খান
একটি মন্তব্য পোস্ট করুন