গার্লফ্রেন্ড কে (না) মেসেজ দিতে গিয়ে (মা) লেখে পাঠিয়ে দিলো নোয়াখালীর রায়হান



এই প্রযুক্তির দুনিয়ায়, প্রেম ভালোবাসাটাও এখন প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। কোন এক সময়ে পাতা অথবা পশুর চামড়ার মাধ্যমে মনের ভাষা গুলো লিখে আদান-প্রদান করলেও এখন সেটা মেসেজের মাধ্যমে খুব স্বাভাবিক ভাবেই করা যায়।

তেমনি আমাদের পাশের দেশ নোয়াখালীর রায়হান দীর্ঘদিন ধরে এক মেয়ের সাথে মেসেজের মাধ্যমে প্রেম করছে। কিন্তু হঠাৎ একদিন রায়হান তার প্রেমিকাকে কোন এক কারনে 'না' বলতে গিয়ে 'মা' বলে ফেলেছেন।

এই ব্যাপারে মেয়ের কাছ থেকে জানতে চাইলে সে বলে, রায়হান ভুল করেই হোকনা কেনো আমাকে মা বলে ডেকেছে! অতঃপর এখন থেকে আমি তার মা, সে আমার সন্তান।

প্রতিবেদক: ফাহিম মাহবুব


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন