"আপত্তিকর ভিডিও মেসেজ -সাইবারের কাছে বিচার চেয়েছেন সানাই মাহবুব"
সানাই মাহবুব ইতিমধ্যে বেশ আলোচিত সমালোচিত একটি নাম! নিজের ব্রেস্ট ৩৬ থেকে ৪৪ করার মাধ্যমে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং পাকিস্তানেও আলোচিত হয়েছেন তিনি। নিজের পাহাড় দেখানো ছবি দিয়ে হাজারো তরুণ/যুবক ছেলেদের মনে জায়গা করে নিয়েছেন। আবার হয়েছেন অনেকের ট্রলের শিকার।
এইসব কিছু নিয়েও বেশ ভালো দিন কাটছিলো সানাইয়ের। তবে কিছুদিন আগে সাইবারের সিসি প্রতিনিধি দ্বারা জানা যায়, সানাই মাহবুব সাইবারের কাছে কমপ্লেন করেছেন যে কিছুদিন ধরে তার কাছে আপত্তিকর ভিডিও ও মেসেজ আসছে।
তিনি আরো বলছেন, যেই দেশে একজন সম্মানীয় সেলিব্রিটিকে মানুষ আপত্তিকর ভিডিও মেসেজ করে যৌন হয়রানি করে! সে দেশের সাধারণ মেয়েদের কি হবে।
এবং দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেন সানাই মাহবুব।
প্রতিবেদক : ফাহিম মাহবুব
একটি মন্তব্য পোস্ট করুন