ফেসবুকে মানুষজন পোস্ট করে থাকে রিয়েক্ট পাওয়ার আশা নিয়ে। আর কেয়ার রিয়েক্ট পোস্টে পেলে তো কোনো কথাই নাই,মন চায় ঐই রিয়েক্ট দাতাকে গিয়ে কয়েকটা চুমু খেয়ে আসি।
বাহিরে আর যেমনই হোক ট্রাম্প এবং কিম জং উন।ভিতরে ভিতরে তারা দুজন খুব ভালো বন্ধু। একে অপরকে সাপোর্ট করে যান সব সময় কেয়ার রিয়েক্ট দিয়ে পোস্টে।
কিন্তু হঠাৎ করেই বিগত পাঁচ মাস ধরে ট্রাম্পের কেয়ার রিয়েক্ট না পেয়ে পোস্টে ক্ষিপ্ত কিম জং উন।এ নিয়ে কিম জং উন খুবই সিরিয়াস এবং যে কোনো সময় ফাটল ধরতে পারে তাদের বন্ধুত্বের সম্পর্কে। এবং এর জন্য ট্রাম্প কে দিতে হবে কঠিন জবাব,
হুশিয়ারি কিম জং উনের।
সিসি প্রতিনিধি, উত্তর কোরিয়া!
একটি মন্তব্য পোস্ট করুন