পোস্টে লাইক দেওয়া থেকে ঝগড়া সেই থেকে প্রেম অতঃপর বিয়ে



কাউসার ও দিয়া দুজন ফেইসবুক ইউজার। বন্ধু লিস্টে তারা একে অন্যের সাথে জড়িয়ে অনেক আগে থেকেই। মেসেঞ্জার কিংবা কমেন্ট কোথায় তাদের যোগাযোগ ছিলনা। পোস্ট রিয়েক্ট এর মাঝে সীমাবদ্ধ ছিল তাদের ভার্চুয়াল বন্ধুত্ব।

দিয়া অনেকটা রিয়েক্ট পাগল মেয়ে। একদিন তার পিরিয়ড যন্ত্রণার পোস্টে কাউসার হাহা দিলে দিয়া তার প্রতি বিরক্তবোধ করে। পরে ইনবক্সে নক এর মাধ্যমে বিরক্তি ও রাগ প্রকাশ করে ঝগড়া বাধে। দিয়া ছিল সুন্দরী, কাউসার ঝগড়ার কিছুক্ষণ পর প্রোফাইল চেক করে বুঝতে পারে ও দিয়ার প্রেমে পড়ে।

কাউসার কৌশলে ঝগড়ার মোড় ঘুরিয়ে পিরিয়ডের যন্ত্রণার বিষয় টুকু জানতে চেয়ে প্রশ্ন তুলে। দিয়াও ফ্রিলি পিরিয়ডের সবটা কাউসারকে বুঝিয়ে দিয়ে নানান কথার ছলে তার প্রেমে পড়ে। প্রেম শুরু হয় তাদের দুজনের। দীর্ঘ ৯ মাসের প্রেম শেষ এ আগামী চৌদ্দ তারিখ তাদের বিয়ে। সিসির পক্ষ থেকে পিরিয়ড ভিত্তিক প্রেম অতঃপর বিয়ের জন্য আগাম শুভ কামনা তাদের দুজনের প্রতি!

প্রতিবেদক: আলঙ্গীর খান 

Post a Comment

নবীনতর পূর্বতন