ছাত্র-ছাত্রী ও শিক্ষকের সম্পর্ক তো আমরা সবাই বুঝি। কেউ বলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকের সম্পর্ক বন্ধুত্বের মতো হওয়া উচিৎ, আবার কেউ বলে পিতা-মাতার মতো হওয়া উচিৎ। তবে পিতা-মাতা এবং বন্ধুত্বকে পেরিয়ে সম্পর্কটা ভালোবাসার দিকে যাওয়ার ব্যাপারটাও খুব সচরাচরই দেখা যায়!
শিক্ষকেরাও এখন পড়ালেখার থেকে ছাত্রীকে বেশি দেখে। তাদের মধ্যে যশোর স্কুলের প্রথান শিক্ষক নেয়ামত আলী একজন। নেয়ামত আলী তার স্কুলের শিক্ষাথী নুসরাতকে অনেক আগের থেকে পছন্দ করলেও! শিক্ষক দিবসে আদর্শ শিক্ষকের জায়গায়, আদর্শ প্রেমিক হয়ে দেখিয়ে ছাত্রীকে নিয়ে পালিয়ে গেলেন!
তাদেরকে নিয়ে তদন্ত এবং অনেক খোঁজ চললেও এখন তাদের কোন খবর মেলেনি।
প্রতিবেদক: ফাহিম মাহবুব
একটি মন্তব্য পোস্ট করুন