বিয়ে বাড়িতে আরমান আলিফের গান বাজাতে বিয়ে ভেঙ্গে দিলো গ্রামবাসী



বিয়ে বাড়ি মানেইতো আনন্দ উৎসব হৈ-হুল্লোড়, চারিদিকে জাকজমক লাইটিং আর গান বাজনা!
নারী বলুন কিংবা পুরুষ  সবাই আকর্ষণ থাকে এই গান বাজনার উপর,
আচ্ছা কখনো কি শুনেছেন এই গান বাজনাই হয় কোন বিয়ে ভাঙার কারন?

নড়াইলের আজিজ মিয়ার ছোট মেয়ে আয়শার বিয়ে, যথারীতি আজিজ মিয়া অনেক আশা ভরসা করেই মেয়ের বিয়ে দিচ্ছেন! বিয়ের দিন ৭ তারিখ দুপক্ষেরযথারীতি বরপক্ষ আসেন বিয়ের বাড়িতে, অপরদিকে গান বাজনা বাজিয়ে এই উৎসব পালন করছেন তার ছোট ছেলে শরীফ, যদিও শালার পুতে শরীফ লোক জন!

যথারীতি এক জেমসের গান শেষে স্পীকারে প্লে করা হয় আরমান আলিফের "অপরাধী" গান ! এতেই
ক্ষিপ্ত হয়ে উঠেন প্যান্ডেলে বসা গ্রামবাসীরা মোটেও পছন্দ হয়নি এই গান , এমনকি এই অপছন্দ টা এতটাই তীব্র আকার ধারন করে যে তারা উঠে টেবিল ভাঙচুর শুরু করে ! এবং এই ভাঙচুর শেষে তারা বরপক্ষকেও জোর করে ফেরত পাঠিয়ে দেয়!

প্রতিবেদক; সাকিব আজাদ 




Post a Comment

নবীনতর পূর্বতন