প্রেম ভালবাসা একটি পবিত্র বন্ধন। অনেক সময় এই সম্পর্কটি হয় মধুর,আবার অনেক সময় হয়ে যায় লবনের চেয়েও লবনাক্ত। তবে সম্প্রতি এক খবর ছড়িয়ে পরে সারা দেশে, যে প্রেমের টানে বয়ফ্রেন্ডের বাসায় প্রেমিকা, এসে দেখে বয়ফ্রেন্ড বিবাহিত এবং এই বিষয়ের সত্যতা যাচাই করতে অনুসন্ধানে নেমে পড়ে, জানোয়ারদের সিসি।
তারপর উক্ত ছেলেটি মানে বয়ফ্রেন্ড সিসিকে জানায় যে সে এক সরকারী চাকরী করত এবং সারাদিন ফেসবুকে এঞ্জেল প্রিয়া, ও এঞ্জেল মিম এদের সাথে
ট্যাট করতো। সে সিসি কে আরো জানায় যে সে হটাৎ একদিন এক অপরিচিত মেয়েকে ইমু সেক্সের কমেন্টের রিপ্লে দেয়, তার পর থেকেই ইনবক্সে কথা শুরু, তারপর প্রেম চলতে থাকে টানা ১ বছর ধরে। কিন্তু হটাৎ একদিন কথা বন্ধ হয়ে যায়, তার মধ্যেই কেটে যায় আরো ২ মাস, এবং ৩ মাসের প্রথম সপ্তাহে বয়ফ্রেন্ডের দেয়া ঠিকানায় হাজির হয় মেয়েটি। বয়ফ্রেন্ডের বাসায় এসে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে এক বিছানায়, তাও এক চাদরের নিচে, এই দৃশ্য দেখার পর অজ্ঞান হয়ে যায় মেয়েটি, তারপর মেয়েটিকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে এলাকাবাসী।
প্রতিবেদক: Nishad Hasan
একটি মন্তব্য পোস্ট করুন