মিথিলার রানের চিপায় S লিখতে গিয়ে ভুলে T অক্ষর লেখে ফেললেন ট্যাটু বাদশা

জনপ্রিয় ট্যাটু বাদশাহ'র নাম তো নিশ্চয় সবাই শুনেছেন! জি হ্যাঁ কয়দিন আগে ভাইরাল হওয়া এই লোকটি এখন বাংলাদেশে আর্ট জগতের তুঙ্গে! শিশু, বুড়া প্রায় সবাই উনার হাতে ট্যাটু করায়
এবার সেই লিস্টে যোগ হলো আরো একজন।

সম্প্রতি এই ট্যাটু বাদশাহ'র কাছে নিজের রানের চিপায় ট্যাটু করাতে যান বাংলাদেশের মিডিয়া জগতের পরিচিত মুখ "মিথিলা"! পশ্চাতে ট্যাটু করা শেষে যখন রানের চিপায় ট্যাটু করাতে দেন তখনই হয়ে যায় চরম ভূল, কারিগর ট্যাটু বাদশাহ ভূল করে স্বামী সৃজিতের  "S" এর জায়গায় প্রাক্তন স্বামী তাহসানের নামের অক্ষর "T" লিখে ট্যাটু করিয়ে দেন! যা দেখে এখন চরম ক্ষুদ্ধ মিথিলা

তাদের বিরুদ্ধে মামলাও করেন তিনি! বাদশাহকে এই ব্যাপারে জিজ্ঞাস করা হলে তিনি বলেন "ট্যাটু করার সময় হঠাত টিভিতে তাহসানের গান চলে আসে, তাই এই ভূল করি আমি"! কিন্তু কি হবে শেষমেষ? মামলায় কি জেল হবে ট্যাটু বাদশাহ'র নাকি ফাঁসি?


প্রতিবেদক: সাকিব আজাদ
বিঃদ্রঃ ইতিমধ্যে গুঞ্জন শুনা যাচ্ছে সাকিব মারা গেছে, এটি সম্পুর্ণ মিথ্যে!
      

Post a Comment

নবীনতর পূর্বতন