বিয়ে একটি পবিত্র বন্ধন, বিয়ের স্বপ্ন বুনে বেঁচে থাকে হাজারো তরুন-তরুণী, বিয়ের পরের জীবন টা নিম পাতার মতো তেঁতো হলেও উভয়ে বেঁচে থাকে একটি গাছের মতো, গাছ যেমন অক্সিজেন ত্যাগ করে
ডাই-অক্সাইড গ্রহণ করে তেমনি বিবাহের পরের জীবনে মানুষ সুখ-শান্তি ত্যাগ করে আল্লাহর দেওয়া রহমত সন্তান গ্রহণ করে সন্তানকে আঁকড়ে ধরে বাকি জীবন টা কাটিয়ে দেয়,
যদি সেই সম্পর্ক শুরুর আগেই হয় প্রতারণা তাহলে ?
তাই হয়েছে বরিশালে, বিয়ের আগে মেয়ের ছবি দেখেই বিয়ের জন্য রাজি হয়ে যান বরিশালের মিরাজ, ডাক ঢোল বাজিয়ে বিয়ের আসরে পৌঁছালে তিনি দেখতে পান তার হবু বউ বধূ সেজে বসে আছে তার সাথে তার দুই বান্ধবী সম্পা ও আকলিমা, তিন জনেই কড়া মেকআপ করাতে চিনতে কষ্ট হলেও বধূর সাজে সুমাইয়া কে চিনতে পারেন মিরাজ, তিনি এই জালিয়াতির তীব্র নিন্দা করেন, প্রতারণার বিরুদ্ধে হুংকার দিয়ে বিয়ে ভেঙ্গে দেন!
প্রতিবেদক: তাহসান মাহমুদ
(আরো বিভিন্ন নিউজ পেতে জয়েন্ট করুন আমাদের গ্রুপ Crazy Captions এ, নিচে গ্রুপের লিংক দেওয়া আছে, ধন্যবাদ)
একটি মন্তব্য পোস্ট করুন