নোয়াখালীর জনপ্রিয় ইউটিউবার সেই সঙ্গে একজন লেখকও বটে তৌহিদ আফ্রিদি! পাশাপাশি নানান রকমের বিজ্ঞাপন,নাটক,শর্ট ফিল্মের জন্য ভালোই খ্যাতি কামিয়েছে বাংলাদেশের বিনোদনপ্রিয় সমাজের কাছে
সম্প্রতি এই তৌহিদ আফ্রিদিকে নিয়ে আমাদের কানে এসেছে এক মজার ঘটনা! গত ২০.৬.২০২০ এ ওয়াল্টন এর এক বিজ্ঞাপনের শ্যুটিং এ গিয়ে নিজের উত্তেজনাকে কন্ট্রোল করতে না পেরে শারীরিক চাপের কারনে শ্যুটিং স্পটেই হেগে দেন এই তারকা!
ব্যাপারটা ছিলোও পুরোই অনাকাঙ্ক্ষিত, এ ব্যাপারে ওয়াল্টনের এডভার্টাইজমেন্ট ডিরেক্টর আমাদের জানান -"আমরা অনেকক্ষণ যাবত উনার চোখেমুখে আড়ষ্টতার ছাপ দেখছিলাম, কিন্তু ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারিনি, পরবর্তীতে যাতে এমন না হিয় সেজন্যে আমরা শ্যুটিং স্পটের টয়লেট স্টারদের কাছাকাছি রাখার সিদ্ধান্ত নিয়েছি"
যদিও ঘটনার সত্যতা নির্ণয় করা যায়নি।
প্রতিবেদক: সাকিব আজাদ
একটি মন্তব্য পোস্ট করুন