লটারির লোভে পুত্র সন্তানের নাম জসিম রাখলেন বাবা


কথায় আছেনা -"ভাগ্যের চাকা কখন কার ঘুরে যায় বলা যায়না"! লটারী জিনিসটাও ঠিক এমনই, ভাগ্য সহায় হলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। কোটিপতি হবার দৌড়ে কেউ কেউ খরচ করছে এই লটারীর পিছনে লাখ লাখ টাকা

মূলত বাঙালীদের কালচারে লটারী জিনিসটা এসেছে বাংলা মুভির নায়ক জসিম সাহেবের থেকে! অধিকাংশ মুভিতে দেখা যেতো উনার লটারীর টিকেট কিনে কোটিপতি হবার দৃশ্য, উনার অনেক ভক্ততো উনাকে ডাকতে লাগলো -"লটারীম্যান"! এ তো গেলো সিনেমার গল্প, বাস্তবিক জীবনেও আজকাল দেখা মিলে এমন চাঞ্চল্যকর দৃশ্যের

নোয়াখালীর সোনাইমুড়ী অঞ্চলের কাশেম মিয়া! ছোটবেলা থেকেই লটারীর উপর ছিলোবতার দারুণ আকর্ষণ। কিন্তু কখনো জিততে পারেনি একটা লটারিও! তিনিও নাছোড়বান্দা, শেষমেষ এবার ভালো ফলের জন্য নিজের ছেলের নাম রেখেছে বাংলা সিনেমার লটারিম্যান জসিমের নামে!
এ ব্যাপারে গ্রামবাসী তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন -"আমি চাই আমার ছেলে জসিমের মতো কোটি টাকার লটারি জিতে আমার বংশকে অনেক উপরে নিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি!


প্রতিবেদক: সাকিব আজাদ


(আরো বিভিন্ন নিউজ পেতে জয়েন্ট করুন আমাদের গ্রুপ Crazy Captions এ, নিচে গ্রুপের লিংক দেওয়া আছে, ধন্যবাদ)

 

Post a Comment

নবীনতর পূর্বতন