সিমের ধার করা টাকা ফিরত নিতে কনের বাসায় গ্রামীণফোনের লোকজন



সারা বাংলাদেশে যখন মহামারি করোনা রাজত্ব করে চলেছে তখন সেই সুযগে ব্রাহ্মণবাড়িয়ার এক মেয়ের  বাবা বিয়ের  সম্বন্ধ করেন নোয়াখালীর এক ছেলের বাবার সাথে । এবং তাদের  মূল উদ্দেশ্য  ছিলো যে বিয়েতে কোরোনার ভয়ে মানুষ কম আসবে,,  এবং তাদের বিয়ের দিন ঠিক হলো,  বিয়ের নির্দিষ্ট তারিখে বিয়ে ও  শুরু হয়ে গেল।  কিন্তু বিয়ের দিন ঘটলো এক বিস্ময়কর ঘটনা,
দেখা গেলো যে,  কনের বাড়ির সামনে প্রায় ৩০-৪০ জন মানুষের সমাগম, এবং তাদের পড়নে এক ই কাপড়,  জিজ্ঞেস করা হলো তারা কি বর পক্ষের লোক?,  তারা উত্তরে বললো যে না, আমারা বর পক্ষের লোক নয়।
এবং সেই ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সারা শহরে,
হৈ চৈ পরে যায় সব দিকে। এবং তার কিছুক্ষণের মধ্যেই (সিসি জানোয়ার টিম) উপস্থিত হয় তাদের মাঝে এবং ঘটনার অনুসন্ধানের কাজ শুরু করে। কিছুক্ষনের মধ্যেই অনুসন্ধান কাজ শেষ হয়।
জয়নাল জানায় যে - তারা একই কাপড় পড়ার কারন ছিলো তারা, গ্রামীনফোন সিম কোম্পানির লোক, এবং ২য়ত জানায় যে তারা এখানে এসে ভীর করেছে কারন এখানে যার বিয়ে সে  গ্রামীনফোনের কাছ থেকে বিভিন্ন অফার হিসেবে কখনো মিনিট,  কখনো,  এম্বি কখনো ইমারজেন্সি ব্যালেন্স ধার নিয়েছে, এবং নিতে নিতে প্রায় কয়েক লাখ টাকার অফার ধার নিয়েছে, তাই তারা কনের বাসায় এসে ভীর করেছে, 

সর্বশেষ যা  জানা গেল
এই খবর শুনে কনের বাবা কোমায় চলে গেছেন এবং মাহফুজুর রহমানের গান শুনিয়ে কোমা থেকে ফেরানোর চেস্টা চলতেছে, 
অন্য দিকে কনে পলাতক!


প্রতিবেদক: Nishad Hasan

Post a Comment

নবীনতর পূর্বতন