প্রেমে পড়লে প্রেমিক/প্রেমিকা তার নিজের জীবন বাজি রাখতে পারে এমন ঘটনার নজির আমরা ইতিহাস ঘাটলেই পেয়ে যাবো অসংখ্য। ইতিহাসের লায়লা-মজনু, রোমিও-জুলিয়েট কিংবা শিরীন-ফরহাদ এরা তো প্রেমিক যুগলের জন্য জ্বলন্ত উদাহরণ। কিন্তু প্রেমে ধোঁকা খাওয়ার পরে প্রেমিকের আক্রোশের ঘটনা ইতিহাস মনে রাখেনি, যেন ইচ্ছে করেই বিলীন করে দিয়েছে কালের অকাল গর্ভে। কিন্তু বেদনা যেমন লুকানো যায়না, তেমনি এসব ঘটনাও লুকানো থাকেনা। ঠিকই একদিন প্রকাশ পায়..
বলছিলাম সম্প্রতি নরসিংদীতে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার কথা। প্রেমে ছ্যাকাঁ খেয়ে এলাকার ক্রিকেটলীগে প্রাক্তন প্রেমিকা জেরিনের ন্যুড বাজি রাখে ইমন এবং তাতে হৈচৈ পড়ে যায় পুরো পাড়ায়। এলাকার ছেলে থেকে চায়ের দোকানে বসে অর্ধনগ্ন মেয়েদের রেসলিং দেখা বুড়োরা পর্যন্ত এই লীগে যোগ দেয়। পুরো পাড়া জুড়ে থমথমে অবস্থা বিরাজ করে, পরিস্থিত কন্ট্রোল করতে ছুটে আসেন এসিপি জব্বার। যদিও পরে তিনিও লীগে যোগ দেবার ইচ্ছা পোষণ করেন।
এদিকে সিসির সাংবাদিক জয়নাল উপস্থিত হয় জেরিনে বাসায়। জেরিনকে পরিস্থিতি সব জানানোর পর তিনি বলেন, 'এটা খুবই আনন্দের বিষয় যে আমাকে নিয়ে এতোটা হাইপ তৈরী হয়েছে। তবে আপনি প্লিজ আমার একটা হেল্প করুন। ইমনকে বলবেন আমার ন্যুড গুলো যেন বিউটিক্যাম দিয়ে ইডিট করে একটু সুন্দর করে তারপর লীগে দেয়। আর ওই ন্যুডগুলো আমার আর্জেন্ট দরকার। আমার নতুন প্রেমিককে ন্যুড দেবার সময় ওগুলো দিয়েই চালিয়ে নেবো। এই আপনার তিননাম্বার পা ছুঁয়ে রিকুয়েষ্ট করছি। ন্যুডগুলো আনবেন তো?'
প্রতিবেদকঃ মোহাম্মদ সানি
একটি মন্তব্য পোস্ট করুন