নাম রুবেল, সিঙ্গাপুর প্রবাসী, বাড়ি টাঙ্গাইলে, উনি
সিঙ্গাপুর আছেন প্রায় ৭/৮ বছর ধরে।
তার সাথে আমার প্রথম পরিচয় হয় উডল্যান্ড, একটা সাইটে। সেই থেকেই মুস্তফা শপিং সেন্টারে মাঝে মধ্যে গেলে দেখা হতো এবং ফোনে কথা হতো মাঝে মধ্যেই।
সেই পরিচয়ে গত ২০১৯ সালের মাসে একদিন রাতে সে আমাকে কল দেয়,আইপি মানে ভিসার ব্যাপারে। যে,উনার কোম্পানিতে লোক লাগবে যদি আমার কাছে কোনো লোক থেকে থাকে তাহলে যেনে পাসপোর্ট দেই।
তো তখন আমি আমার বন্ধু মো;দুলাল হোসেন (ঢাকা,ধমরাই,বাড়ি) রে বিষয়টা জানাই এবং সে রাজি হয়।তারপর আমি রুবেলকে পাসপোর্ট দেই এবং টাকা পয়সা নিয়ে প্রশ্ন করলে প্রথমে সে বলে চার হাজার ডলার লাগবে, তো তাতে আমি না করি এবং তারপর সে ৩৫০০ ডলার দিতে বলে এবং আমি তাতে সম্মতি জানাই।
তার তিনদিন পর সে আমাকে কল করে ভিসা বের হওয়ার কথা বলে এবং তাড়াতাড়ি যেনো টাকা পয়সা দিয়ে সিংগাপুর চলে আসে।এবং ভিসার কাজ করানোর জন্য ঢাকার এক ট্রাভেলসের ঠিকানা দিয়ে দেয় আমাকে। তারপর আমি আমার বন্ধু কে সেই ঠিকানা দেই ভিসার কাজ করার জন্য এবং বন্ধুও চারদিন পরে সেই ট্রাভেলস এ গিয়ে পাসপোর্ট এবং সাথে পাঁচ হাজার টাকা জমা দিয়ে আসে কাজ করানোর জন্য।
তারপর সিংগাপুরের ৩৫০০ ডলার দেশ থেকে আমার বন্ধু দুইবারে ব্যাংকের মাধ্যমে এই রুবেলের একাউন্টে সেন্ড করে।প্রথমবার ৯৬,০০০ হাজার টাকা এবং দ্বিতীয়বার ১ লক্ষ ১৫ হাজার টাকা পরিশোধ করা হয়।আর প্রথমে কথা ছিলো বিমানের টিকিট আমার বন্ধুর টাকায় কেটে আসতে হবে কিন্তু পরে আমাদের কাউকে কিছু না জিজ্ঞেস করে রুবেল বিমানের টিকিট কেটে পাঠিয়ে দেয় আমার বন্ধুর ইমুতে।
তো সবকিছুই দেয়া নেয়া হয় এবং ঠিকঠাক মতোই ছিলো কিন্তু ফ্লাইয়ের দুইদিন আগে আমার বন্ধু রাতের বেলা হঠাৎ আমাকে কল দেয় এবং বলে যে,রুবেল আরো দুই হাজার সিংগাপুর ডলার চাইতাসে।তখন আমি আমার বন্ধু কে আমি দেখতাসি বলে ফোনটা কেটে দেই এবং রুবেলকে ফোন দেই।তারপর সে আমাকে বলে যে,আরো দুই হাজার ডলার না দিলে ভিসা বাদ করে দেয়া হবে।
তখন রুবেলকে আমি প্রস্তাব দেই যে,আসুন দেখা করি এবং বসে দুজনে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করি।তখন উনি আমার কথায় রাজি হন এবং আমাকে রবিবার বিকেল ৫ টার দিকে মিনিমার্ট থাকার জন্য বলেন।তার কথা অনুযায়ী আমি সেখানে ঠিক সময়ে গেয়ে দাড়িয়ে ছিলাম কিন্তু তাকে পাই নাই,সে আসে নাই সেখানে।অনেক সময় পর তাকে কল দিলে তার মোবাইলে সে ফোন রিসিভ করে নাহ,তারপর এমন করে কয়েকবার কল দেয়ার পর হঠাৎ সে তার মোবাইল অফ করে দেয় এবং ইমু থেকে আমাকে ব্লক করে দেয়।তারপর থেকে এই বাটপারের সাথে আর যোগাযোগ করতে পারি নি।
সিঙ্গাপুর প্রবাসি যদি কেউ উনার বর্তমান ঠিকানা জেনে থাকেন তাহলে আমাদের প্যানেলের সাথে যোগাযোগ করবেন।
ধন্যবাদ🖤
প্রতিবেদক ; জয়নাল আবেদীন।
একটি মন্তব্য পোস্ট করুন