আসছে নতুন আইন আত্মহত্যা করলে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করে দেওয়া হবে কবর


আজকাল আত্মহত্যা যেনো একটি প্রতিযোগিতার নাম,
তরুণ সমাজ ঝুঁকে পড়ছে এই প্রতিযোগিতায়, কে কার আগে আত্মহত্যা করবে তা নিয়ে নিয়েও ডিপ্রেশনে ভুগে তরুণ-তরুণী,
অনেকে আবার টয়লেট না করতে পারলেও ভুগে ডিপ্রেশনে সেই থেকেও করে আত্মহত্যা,
প্রেমে ব্যর্থ হয়েও অনেকে এই প্রতিযোগিতায় নেমে পড়েন, আত্মহত্যা করার আগে তারা ফেবুতে স্ট্যাটাস দেয় কিংবা সরাসরি লাইভে চলে আসেন,
তাদের মৃত্যুর খরব শুনে রীতিমতো সবাই শেয়ার করে ভাইরাল করতে সাহায্য করে থাকে, গবেষণায় দেখা গেছে অনেকে ভাইরাল হবার জন্যেও সখে আত্মহত্যা করে থাকে, কিন্তু মৃত্যুর পর তা কি আর কাজে আসে?

এসমস্ত কার্যকলাপ দেখে কিছু শ্রেণীর লোক সর্বদা বিরক্তবোধ করে আসছেন, কিন্তু ইদানিং আত্মহত্যা একটি প্রতিযোগিতায় রূপ নেওয়াতে তারা চুপ নেই,
সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যা নিয়ে চলছে তুমুল ট্রল,
ট্রল গুলো সবার নজরে আসলে সিসি কোর্ট থেকে নতুন আইন পাশ করানো হয়;
যারা আত্মহত্যার মতো জঘন্য কাজ করবে তাদের মৃত্যুতে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করে কবর দেওয়া হবে!
কোনো ধরনে সহানুভূতি দেখানো যাবে না!


প্রতিবেদক: তাহসান মাহমুদ         

Post a Comment

নবীনতর পূর্বতন