টিকটক-লাইকি অনেকের কাছে দুইটা সাধারণ শব্দ হলেও, এর গভীরতা এখন অনেক দূরে গিয়ে পৌঁছে গিয়েছে। যেটা শিক্ষিত মানুষের কাছে শুধুই লাফালাফি আর সময় নষ্ট করার মনে হয়, সেটা তাদের কাছে অল্পতেই পরিচিতি লাভ করার চাবিকাঠি! টিকটক-লাইকির মাধ্যমে পরিচিতি লাভ করার জন্য,তারা নিজেদেরকে ভিন্ন গ্রহের প্রানীর আকৃতিতে পরিবর্তন করতেও প্রস্তুত। তারা টিকটকে নিজেদের বোকামার্কা অভিনয় এরং কিছু সাউন্ড ইফেক্ট লাগিয়ে নিজেদেরকে অনেক বড় অভিনেতা বা ক্রিয়েটর ভাবে। 'জিসান খান' তাদের মধ্যে একজন! যে নিজের তৈরিকৃত টিকটক-লাইকি ভিডিও দিয়ে অনেক তরুণ-তরুণীর মন জয় করে দিয়েছে অনেক কম সময়ে। সেই তরুণ তরুণী এবং টিকটক-লাইকির ভাষায় সে একজন সেলিব্রিটি।
কিন্তু সাম্প্রতিক এই টিকটক-লাইকি সেলিব্রিটিদের মধ্যে দুই দলের বিভিন্ন মারামারি এবং ঝামেলা হওয়ায়, টিকটক-লাইকি নিষিদ্ধ করার ঘোষণা আসে!
এই ঘোষণা শুনে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয়ে আত্মহত্যার মতো জঘন্য একটি কাজ করলো টিকটকার জিসান!
প্রতিবেদক: ফাহিম মাহবুব
একটি মন্তব্য পোস্ট করুন