জন্মদিনে শবনম ফারিয়ার কেক খেলেন পরিচালক রাজ


বাংলা সিনেমা কিংবা নাটক জগতের অন্যতম জনপ্রিয় নাম মোস্তাফা কামাল রাজ, টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি প্রশংসিত, ২০১৯ সে তার নির্মিত যদি একদিন মুভিটি বেশ জনপ্রিয়তা অর্জন করে ছিলো, বর্তমানে তার নির্মিত ফ্যামেলি ক্রাইসিস তুমুল জনপ্রিয়, আজকের এই দিনে (১০ আগস্ট) নরসিংদী জেলার রায়পুরা থানায় জন্মগ্রহণ করেন তিনি, বিশেষ দিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাজ,
সারাদিনে প্রায় ১০০+ কেক কাটেন রাজ এবং
সন্ধ্যায় জনপ্রিয় অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের জজ  শবনম ফারিয়ার দেওয়া কেক কেটে নিজে সহ তার কর্মীদের নিয়ে খাওয়া দাওয়া করেন রাজ! 

কেক টি কেমন ছিলো? জানতে চাইলে তিনি জানান;
কেক তো নয় যেনো আস্ত একটা মধুর চাক! 
এতো মিষ্টি যা প্রকাশ করার মতো না, জন্মদিন টাকে মধুময় করার জন্যে শবনম ফারিয়াকে তিনি ধন্যবাদ জানিয়েছেন! 




প্রতিবেদক: তাহসান মাহমুদ






      

Post a Comment

নবীনতর পূর্বতন